১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

স্বৈরাচার চলে গেলেও একটি অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার চলে গেলেও একটি অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সতর্ক করে বলেছেন, দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষে আসবে।’

তিনি সতর্ক করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে।

দেশের সংস্কারের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারেরও আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। তারেক রহমান বলেন, দেশের সংস্কার নিয়ে বিএনপির কারো সঙ্গে কোনো মতভিন্নতা নেই, তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে।

তিনি আরও বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই। নেতাকর্মীদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের পাশে থাকা।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর