১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যাঁরা

৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যাঁরা

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তবে সিরাজগঞ্জ-২ আসনে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি।

মনোনয়নপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ফজলুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)  হিল্টন প্রামানিক, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আকবর হোসেন মোল্লা এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মোক্তার হোসেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু বলেন, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে শুক্রবার পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের বিষয়ে দ্রুত সিদ্বান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর