১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল

দেশীয় অস্ত্রসহ শ্রমিক লীগ নেতার ভিডিও ভাইরাল

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনায় শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার দেশীয় অস্ত্র হাতে প্রতিপক্ষের ওপর চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

গোলাম কিবরিয়া বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোনো একটা বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র (চাকু) হাতে প্রতিপক্ষের লোকজনের ওপর চাড়াও হন কিবরিয়া। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিবরিয়াকে বাধা দিয়ে শান্ত করতে চেষ্টা করে। তবে ভিডিওতে কাউকে হতাহত হতে দেখা যায়নি।

ভিডিওর বিষয়ে একাধিক ব্যক্তি বরগুনা পৌরশহরের সাহাপট্টি এলাকায় কিবরিয়ার বাসভবনের ঘটনা বলে ধারণা করছেন।

শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তাকে বাসায় পাওয়া যায়নি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম কালবেলাকে বলেন, ভুক্তভোগীরা ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর