১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

পাকিস্তান নয়, বিশ্বকাপের প্রস্তুতি মালয়েশিয়ায়

পাকিস্তান নয়, বিশ্বকাপের প্রস্তুতি মালয়েশিয়ায়

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
২৮ নভেম্বর ভারতে শুরু হবে অ-২১ বিশ্বকাপ হকি। বাংলাদেশ বিশ্বকাপের জন্য গত এক মাসের বেশি সময় ধরে অনুশীলনে রয়েছে। হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠাবে। কিন্তু পাকিস্তানের পরিবর্তে এখন মালয়েশিয়া যাবেন সামিনরা।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান বলেন, ‘আমরা শুরুতে পাকিস্তান নিয়েই পরিকল্পনা করছিলাম। পাকিস্তান হকি ফেডারেশনের অন্য পরিকল্পনা থাকায় পাকিস্তানে যাওয়া হচ্ছে না। এই মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় তাদের অ-২১ দলের সঙ্গে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে পাকিস্তান-মালয়েশিয়া সমশক্তির দল ফলে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে না।’

অক্টোবরের শেষ দিকে ইউরোপে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এ নিয়ে তিনটি দেশের সঙ্গে আলাপ চলছে ফেডারেশনের, ‘ইউরোপ অনেক পেশাদার ও সংগঠিত। আবার তাদের অনেক মানদণ্ডও থাকে। এরপরও সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার সঙ্গে আলোচনা চলছে। এই মাসের শেষ দিকে হয়তো চুড়ান্ত করতে পারব আশা করি। সেখানেও কয়েকটি ম্যাচ খেলানোর চেষ্টা থাকবে। সেটা আমাদের জাতীয় দল কিংবা ক্লাবও হতে পারে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর