ইলিশশূন্য হয়ে পড়েছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের হিসেবে খ্যাত বরগুনার বিষখালী নদী। পায়রা, বিষখালী, বলেশ্বর এবং আন্ধারমানিক নদীর মোহনায় ইলিশের আর আগমন নেই। জেলে-জীবন এখন শুধুই বেঁচে থাকার লড়াই। একদিকে নদীতে ডুবোচর, অন্যদিকে শিল্পবর্জ্য, নিষিদ্ধ জাল, মা ইলিশ নিধন এবং গরম পানির তাপে পুড়ছে দেশের সবচেয়ে সুস্বাদু ইলিশের আবাসস্থল।