১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ক্যান্সার আক্রান্ত সজিবের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান

ক্যান্সার আক্রান্ত সজিবের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক সজিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃত্ব। অর্থাভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলে জামায়াতের বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

সজিব নলী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের রনজিৎ চন্দ্র শীলের ছেলে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন আছেন। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারটির পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তার নেই কোনো জমি-জমা বা স্থায়ী আয়। ফলে চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সূত্রে বিষয়টি নজরে আসে জামায়াত নেতার। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানের সময় অধ্যাপক মুহিব্বুল্লাহ হারুন বলেন, মানবতার টানে আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সজিবের চিকিৎসা যেন বন্ধ না হয়ে যায় সেই চিন্তা থেকেই এই সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও তার চিকিৎসার খোঁজখবর রাখার চেষ্টা করবো।

সজিবের পরিবার এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্থাভাবে যখন চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম, তখন এই সাহায্য আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের মানবিক সহযোগিতা ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগে আক্রান্ত দরিদ্র পরিবারগুলোর জন্য আশার আলো হয়ে দাঁড়াবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর