১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরের শুরু থেকে পানের দাম কম থাকায় পান চাষিরা দুশ্চিন্তায় ভুগছেন। পানের দাম না পেলেওে কমেনি শ্রমিকের মজুরি, পাটখরিসহ অন্যান্ন মালামালের দাম।  চাষিদের সাথে কথা বলে জানা যায়, বছরের শুরু থেকেই পানের দাম অনেক কম। পানের দাম না বাড়লে পানের বরজ নষ্ট করে দিতে হবে।