২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

এক মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক

এক মাসের সাজা এড়াতে ১১ বছর পলাতক

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

এক মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহ কামালকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা পুলিশ। তাকে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই নিজাম। শাহ কামাল উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শরিষাবন এলাকার হযরত খানের ছেলে।

স্থানীয়রা জানান, শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো সরকারি উপদেষ্টা, আবার কখনো এমপি প্রার্থী পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজি করতেন। চাঁদাবাজির পাশাপাশি তার বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।

টঙ্গীবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদক ও মারামারির মামলা রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ কামাল খানকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শাহ কামাল নিজেকে কখনো সাংবাদিক, কখনো সরকারি উপদেষ্টা, কখনো বা এমপি প্রার্থী পরিচয় দিতেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর