সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে এই ম্যাচে অবশ্য কোনো ধরনের ভুল করতে নারাজ দলটি। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
নেদারল্যান্ডসের সাবেক এই কোচ বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি। কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম বিশ্লেষণ হয়েছে। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।’
বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বললেন ভারতীয় এই কোচ, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’







