অবহেলিত জেলখানা
মোঃ ওয়াহিদুল ইসলাম
অবহেলিত জেলখানা নামক গ্রামে পরে আছি আমরা,
আমাদের এই করুন দুঃখ দেখতে কি পাওনা তোমরা?
নাই চার, নাই পুল, নাই কোন পাকা রাস্তা,
তোমরা যারা জনপ্রতিনিধি হয়েছো কি করে রাখি তোমাদের উপর আস্থা?
আমরা তরুন, আমরা যুবক, আমরা ছাত্র সমাজ,
তাইতো এই সংস্কারের কাজে পথে নেমেছি আজ।
করেছি পথ সভা, করেছি মিটিং কেরছি মানববন্ধন,
এখন যদি জাগাতে পারি তোমাদের হৃদয়ের স্পন্দন।
এসো সবাই কাজ করি কাধেঁ কাধঁ মিলে
তাতেই এগুতে পারে অবহেলিত জেলখানার
সংস্কারের দিকে।







