১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার I

পাথরঘাটায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার I

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জেলে সিদ্দিকুর রহমানের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিহঙ্গদ্বীপের উত্তর পাশের ধানসীর ভেতর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
সিদ্দিকুর রহমান পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তার ২টি কন্যা সন্তান রয়েছে। ৭ বছর আগে একই নদীতে মাছ শিকারে গিয়ে সিদ্দিকুরের বাবা আব্দুল মান্নানও নিখোঁজ হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১২টার দিকে মাছ শিকারে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। ভোরে নৌকাডুবে থাকতে দেখা গেলেও তাকে পাওয়া যায়নি। প্রায় ৩৬ ঘণ্টা পর আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নদীতে ৩ নম্বর সংকেত চলছিল। উত্তাল নদীর কারণে নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন বলেন, ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে আরও সহযোগিতা করা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর