ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের ২২৭টি পরিবারকে হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১ টায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এসব সামগ্রী বিতরণ করে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে হারপিক, টয়লেট ব্রাশ বালতি, মগ, বদনা, স্যান্ডেল, টয়লেট টিস্যু, সেনেটারী ন্যাপকিন, তোয়ালে এবং ডিটারজেন্ট পাউডার সহ ১৩টি আইটেম। পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর, কাকচিড়া এবং রায়হানপুর ইউনিয়নের ২২৭টি উপকারভোগীকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর আগে এই উপকারভোগীদেরকে ২২৭টি টয়লেট দেয়া হয়। টয়লেটগুলো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এই হাইজিন সামগ্রী দেয়া হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পন্সারশিপ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবুল কালাম আজাদ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর পরিচালক মোঃ এনামুল হক, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুশফিক আরিফ, আরটিভির প্রতিনিধি তাওহীদ ইসলাম শুভ।