বরগুনা জেলা বিএনপির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিক। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ূন কবির। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপি নেতা জাফর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. নুরুল ইসলাম পান্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী পিয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।







