বরগুনায় ৪র্থ দিনে চলছে পায়রা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান। অভিযানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার,
জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসীন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, মেরিন ফিসারিজ অফিসার মো: নাজমুস সাকিবসহ জেলা মৎস্য দপ্তর বরগুনা, সিনিয়র উপজেলা মৎস্য অফিস বরগুনা সদর ও তালতলী উপজেলা মৎস্য অফিস এর অন্যান্য সদস্যবৃন্দ।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে তারা সদা প্রস্তুত রয়েছে। এ অভিযান দেশের জাতীয় মাছ ইলিশের প্রাচুর্য বৃদ্ধি ও সামগ্রিক মৎস্য সম্পদের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চলবে এ অভিযান। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।







