১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়…আঠারো বছর বয়স নিয়ে বাংলায় সবচেয়ে বিখ্যাত কবিতাটা সম্ভবত সুকান্ত ভট্টাচার্যই লিখে গিয়েছেন। কবিতাটিতে এই বয়সের অদম্য সাহস, উচ্ছ্বাসের কথা বলা হয়েছে। যেখানে কাউকে পরোয়া করার কোনো স্থান নেই।

এই কবিতাটা যেন মিলে যায় বার্সেলোনার সেনসেশন লামিনে ইয়ামালের সঙ্গে। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয় করে ফেলেছেন। এরই মধ্যে বনে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
ফুটবলারদের বাজারমূল্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ট্রান্সফারমার্কেটের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বার্সা তারকার বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন সে। এই বয়সেই জিতেছেন দুইটি লা লিগা শিরোপা, স্পেনের হয়ে ইউরো ট্রফির শ্রেষ্ঠত্ব। ক্লাব কিংবা দেশ সর্বত্রই আছেন পাদপ্রদীপের আলোয়।২০২৫–২৬ মৌসুমের শুরুতেই বিশ্বের সবচেয়ে দামি ১০০ ফুটবলারের তালিকা করেছে ট্রান্সফারমার্কেট। তাদের অক্টোবরের আপডেট অনুযায়ী, ইয়ামালের পর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন তিন তারকা—রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। তিনজনেরই বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো।

একসময় অকল্পনীয়ই ছিল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা হবে, অথচ থাকবে না লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম! কিন্তু সময় বদলেছে, বাস্তবতা এখন ভিন্ন। ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন দুই তারকা। ট্রান্সফারমার্কেটের সর্বশেষ তালিকা অনুযায়ী এই দুই কিংবদন্তির নাম নেই শীর্ষ ১০০-এর মধ্যেও। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে তাদের এক যুগের শ্রেষ্ঠত্বও শেষ হয়েছে।
রিয়ালের আরেক নায়ক ভিনিসিয়ুস জুনিয়র তালিকার পঞ্চম স্থানে। তার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো, যা আগের আপডেট থেকে ২০ মিলিয়ন কম। ষষ্ঠ স্থানে বার্সেলোনার ২২ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি (€১৪০ মিলিয়ন), আর সপ্তমে বায়ার্ন মিউনিখের তরুণ প্রতিভা জামাল মুসিয়ালা (€১৪০ মিলিয়ন)।
আর্সেনালের বুকায়ো সাকা নেমে গেছেন অষ্টম স্থানে (€১৪০ মিলিয়ন), প্রিমিয়ার লিগের সর্বশেষ আপডেটে যার মূল্য ১০ মিলিয়ন ইউরো কমেছে। লিভারপুলের নতুন স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক নবম স্থানে উঠে এসেছেন, তার মূল্য বেড়েছে ২০ মিলিয়ন ইউরো হয়ে এখন €১৪০ মিলিয়ন। টপ টেনের শেষ নামটি ফ্লোরিয়ান ভির্টজ, যার মূল্য €১৩০ মিলিয়ন—যদিও সাম্প্রতিক আপডেটে তার মূল্য ১০ মিলিয়ন কমেছে।

মেসি-রোনালদোর এক যুগের শ্রেষ্ঠত্বের অবসান হয়েছে। 

শীর্ষ ১০০–তে ক্লাব আধিপত্য

বিশ্বের ১০০ সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় ইউরোপের বড় পাঁচ লিগ ছাড়া কেবল একজন খেলোয়াড়ই জায়গা পেয়েছেন তুরস্কের গালাতাসারাইয়ের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন (৪৪তম, €৭৫ মিলিয়ন)। সবচেয়ে বেশি খেলোয়াড় আছে আর্সেনালের মোট ১০ জন, যাদের সম্মিলিত বাজারমূল্য €৮২০ মিলিয়ন। একই সংখ্যক খেলোয়াড় আছে পিএসজিতেও (১০ জন), তবে তাদের সম্মিলিত মূল্য একটু কম—€৮০৫ মিলিয়ন। এরপর রয়েছে রিয়াল মাদ্রিদ (৯ জন), বার্সেলোনা (৮), লিভারপুল (৮), ম্যানচেস্টার সিটি (৮), চেলসি (৭), বায়ার্ন মিউনিখ (৬), নিউক্যাসল (৫) ও ইন্টার মিলান (৪)।

তরুণ ফুটবলারদের জয়জয়কার

তালিকার প্রথম দশের মধ্যে সাতজনের বয়স ২৫ বছরের নিচে। ইউরোপের নতুন প্রজন্মের তারকারা যে এখন বাজার দখলে রেখেছে, সেটিই স্পষ্ট। বার্সেলোনার ইয়ামাল ও পেদ্রি, রিয়ালের বেলিংহাম ও ভিনিসিয়ুস—দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তরুণরা যেন ফুটবলের ভবিষ্যৎ রূপ আঁকছেন।

প্রিমিয়ার লিগের আধিপত্য

প্রথম ২০ জনের তালিকায় ৯ জনই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল—চার ক্লাব মিলে দাপিয়ে বেড়াচ্ছে বাজারমূল্যের দিক থেকেও।

শীর্ষ ২০ মূল্যবান ফুটবলারের তালিকা
(ট্রান্সফারমার্কেটের অক্টোবর আপডেট অনুযায়ী)

ক্রম খেলোয়াড়ক্লাব বয়সবাজারমূল্য
০১লামিনে ইয়ামাল  বার্সেলোনা১৮€২০০ মিলিয়ন
০২জুড বেলিংহামরিয়াল মাদ্রিদ২২€১৮০ মিলিয়ন
০৩আর্লিং হালান্ডম্যানচেস্টার সিটি২৫€১৮০ মিলিয়ন
০৪কিলিয়ান এমবাপেরিয়াল মাদ্রিদ২৬€১৮০ মিলিয়ন
০৫ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদ২৫€১৫০ মিলিয়ন
০৬পেদ্রি  বার্সেলোনা২২€১৪০ মিলিয়ন
০৭জামাল মুসিয়ালাবায়ার্ন মিউনিখ২২€১৪০ মিলিয়ন
০৮বুকায়ো সাকাআর্সেনাল২৪€১৪০ মিলিয়ন
০৯আলেক্সান্ডার ইসাকলিভারপুল২৬€১৪০ মিলিয়ন
১০ফ্লোরিয়ান ভির্টজলিভারপুল২২€১৩০ মিলিয়ন

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর