১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

লন্ডনে ৪ রাতের রুম ভাড়া ৩৮ লাখ ৬৮ হাজার টাকা: প্রধান উপদেষ্টার ব্যয় নিয়ে তোলপাড়

লন্ডনে ৪ রাতের রুম ভাড়া ৩৮ লাখ ৬৮ হাজার টাকা: প্রধান উপদেষ্টার ব্যয় নিয়ে তোলপাড়

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
​লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ৪ রাতের হোটেল রুম ভাড়া বাবদ ৩৮ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ের একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিলাসবহুল একটি হোটেলে প্রধান উপদেষ্টার একক কক্ষের জন্য এই বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
​অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৯ জুন ২০২৫ তারিখে যুক্তরাজ্য সফরে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের অবস্থানের জন্য লন্ডনের অন্যতম ব্যয়বহুল ‘দ্য ডরচেস্টার’ (The Dorchester) হোটেলে মোট ৩৭টি রুম চার রাতের জন্য রিজার্ভ করা হয়।
​প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ৩৭টি রুমের চার রাতের মোট ভাড়া বাবদ সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ১০ হাজার ৩২৫ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসেবে) প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এই মোট ব্যয়ের হিসাবের ভিত্তিতেই শুধু প্রধান উপদেষ্টার কক্ষটির ৪ রাতের জন্য বিল গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ ৬৮ হাজার টাকা (অন্যান্য সূত্রে ৪০ লাখ টাকাও বলা হয়েছে)।
​প্রধান উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিদেশ সফরে নিরাপত্তা ও প্রটোকল অনুযায়ী ভালো মানের হোটেলে থাকাটা স্বাভাবিক হলেও, ৪ রাতের জন্য একক কক্ষের এত বিপুল অঙ্কের ভাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের সাধারণ জনগণের অর্থ এভাবে খরচ হওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।
​যদিও সরকারের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যয়ের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তবে জনমনে প্রশ্ন উঠেছে – বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যেখানে সরকার কৃচ্ছ্র সাধনের কথা বলছে, সেখানে এমন বিলাসবহুল ব্যয় কতটা যৌক্তিক?
​এই বিষয়টি সামনে আসার পর থেকেই তা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর