১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

জুলাই যোদ্ধা আরমান শাফিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, রহস্য ঘনীভূত

জুলাই যোদ্ধা আরমান শাফিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, রহস্য ঘনীভূত

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
​রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আরমান আহমদ শাফিন (২৬) নামে এক ‘জুলাই যোদ্ধা’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাফিন ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর আহ্বায়ক এবং উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন।
​গতকাল শনিবার (১ নভেম্বর, ২০২৫) দুপুরে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার ঘিরে রহস্য
​ঝুলন্ত অবস্থা: পুলিশ দরজা ভেঙে কক্ষের থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
​সন্দেহজনক পরিস্থিতি: প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, মরদেহের হাঁটু খাটের ওপর লাগানো ছিল এবং পায়ের পাতায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা আঘাতের ফলে নীল হয়ে গিয়েছিল। এই অস্বাভাবিক পরিস্থিতি আত্মহত্যার ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে।
​পরিবারের অভিযোগ: স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন, এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
​’জুলাই যোদ্ধা সংসদ’-এর দাবি: এই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, আরমান শাফিনের মৃত্যুকে ‘সুইসাইড’ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
​পুলিশের বক্তব্য
​দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
​তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিচিতি
​আরমান আহমেদ শাফিন উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র এবং উত্তরা এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামক একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন। তিনি তার বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকতেন।
​বর্তমানে এই ঘটনাটি ঘিরে এলাকায় ও সামাজিক মহলে রহস্য ঘনীভূত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপরই নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হওয়ার বিষয়টি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর