১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ইউক্রেনে প্রথমবার কোনো রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

ইউক্রেনে প্রথমবার কোনো রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইউক্রেনের একজন যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগে এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি। বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইউক্রেনে কোনো রুশ সেনার যাবজ্জীবনের এটাই প্রথম ঘটনা। 

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে একজন দখলদারকে, বিশেষ করে একজন প্রতিরক্ষা বাহিনীর সেনার মৃত্যুদণ্ডের জন্য এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই ঘটনা ঘটে।

জাতীয় পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিওতে বৃহস্পতিবার আদালতে বিচারক সাজা পড়ে শোনানোর সময় ওই আসামিকে আদালত কক্ষে একটি কাচের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

ইউক্রেন কেবল রুশ রাজনৈতিক ও সামরিক নেতাদেরই নয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার পর থেকে সংঘটিত যুদ্ধাপরাধের জন্যও দায়ী সাধারণ সেনাদেরও আটক করছে। গত সপ্তাহে, কিয়েভ একজন বন্দি রাশিয়ান নাবিককে

ভিলনিয়াসের কাছে হস্তান্তর করেছে।

তাকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। একজন লিথুয়ানিয়ান নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হবে।

কিয়েভ বারবার মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আত্মসমর্পণের পর যুদ্ধবন্দিদের হত্যা করার অভিযোগ এনেছে। তারা একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর