১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা রবিবার

এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা রবিবার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

এনআইডি ও ভোটার তালিকা সংক্রান্ত কমিটির সভা রবিবার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। এ দিন বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ও ভোটার নিবন্ধন নিয়ে সভা রবিবার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

সভায় প্রধানত জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে আলোচনা হবে। এছাড়াও, এনআইডি সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি আলোচিত হবে।

এ ছাড়াও ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর