১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

চসিকের প্রধান নির্বাহীকে বদলির জন্য মেয়রের চিঠি : মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

চসিকের প্রধান নির্বাহীকে বদলির জন্য মেয়রের চিঠি : মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে কর্মস্থলে যোগদান করতে না দেওয়া ও  বদলির আবেদনসহ বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

গতকাল রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি আজ সোমবার (১০ নভেম্বর) জানাজানি হয়।

মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কর্তৃক প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলির পত্র এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগদানপত্রসহ সার্বিক বিষয়ে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি গঠন করা হল।
তদন্ত কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান এবং সদস্যসচিব করা হয়েছে একই বিভাগের উপ-সচিব মো. ফিরোজ মাহমুদকে।

চসিক সূত্র জানায়, গত ২ নভেম্বর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর অপর এক চিঠিতে তাকে প্রশিক্ষণ শেষে চসিকে যোগদান করতে না দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়।

এদিকে গত শনিবার সকালে লন্ডন সফরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এরপর রবিবার চসিক থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মেয়র ডা. শাহাদাত হোসেনের লন্ডন সফরকালে করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।

মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠনের বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, আমি যোগদানপত্র দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি। বিষয়টি সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়কে জানায়নি। পরে এই বিষয়টি আমি মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছি।
মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। এই ব্যাপারে তদন্ত করে কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর