১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন। এই টুর্নামেন্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস–চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যশোর–৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তৃতায় তাবিথ আউয়াল বলেন, ‘তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনা এবং স্থানীয় ফুটবলার তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। পাশাপাশি নারী ফুটবল আয়োজনের গুরুত্ব দিতে হবে।
আয়োজকরা জানিয়েছে, তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর