১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

পাহাড়ের কোলে ধানের রাজ্যে

পাহাড়ের কোলে ধানের রাজ্যে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিচে সবুজ ধানখেত, ওপরে নীল আকাশে সাদা মেঘ। উড়ছে পায়রার ঝাঁক।



দূরে সবুজ পাহাড়। ওপরে নীল আকাশ। ভেসে চলেছে সাদা মেঘ। আর চোখের সামনে দিগন্তজোড়া ধানখেত। এ যেন সোনালি–সবুজ ধানের রাজ্য। পাহাড়ের কোলে হেমন্তের নরম রোদে ঝলমল করছে পুরো খেত। হালকা হাওয়ায় দুলে উঠছে ধানের শিষ। পাহাড়, আকাশ আর খেত মিলে তৈরি করেছে এক অপূর্ব সবুজ ছায়া। কৃষকের চোখেমুখে নবান্ন সামনে রেখে ধান কাটার অপেক্ষার দীপ্তি। সিলেটের কোম্পানীগঞ্জের রাধানগর ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা—




সবুজ ধানখেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে এক কিশোর।

দূর পাহাড়ের পাদদেশে দিগন্তজোড়া আমনের খেত।

ধানখেতের ওপর বিদ্যুতের তারে বসে আছে একটি পাখি।

পাহাড়ের কোল ঘেঁষে সবুজ খেত চোখ জুড়ায়।

ধানখেতের পাশে গরুকে ঘাস খাওয়াচ্ছেন একজন। পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিশু।

খেতের আল ধরে হেঁটে চলেছে শিশু-কিশোরেরা।

পড়ন্ত বেলায় উঁকি দিচ্ছে বাড়ন্ত ধানের শিষ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর