২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নায়ক-নায়িকার দ্বন্দ্ব

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর প্রধান দুই চরিত্রাভিনেতা দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের যে সাপে-নেউলে সম্পর্ক, তা এখন ওপেন সিক্রেট। সম্প্রতি সেট থেকে পাওয়া নতুন খবর অনুযায়ী, এই দুই তারকার বিরোধ ফের প্রকাশ্যে এসেছে; যার ফলে বন্ধ হতে পারে ধারাবাহিকটি- এমনই আশঙ্কায় সংশ্লিষ্টরা। 

জানা গেছে, শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তির কারনেই এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মূলত, শুটিং সেটে অভিনেতা জিতুর ১৫ মিনিট পরে আসেন দিতিপ্রিয়া রায়।
এতে জিতু এতটাই ক্ষুব্ধ হন যে তিনি সেট থেকে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে, এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের আরেকটি বড় আলোচনার বিষয় হলো, ধারাবাহিকের রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নাকি দিতিপ্রিয়া রায় আপত্তি জানিয়েছেন। এর ফলে শুটিং সেটের সমস্যা আরও বেড়েছে
যদিও এখন পর্যন্ত এই বিতর্ক বা সমস্যার বিষয়ে জিতু বা দিতিপ্রিয়া রায় কেউই কোনো মন্তব্য করেননি।

ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী এই প্রসঙ্গে একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘তাদের মধ্যে নতুন করে কিছু ঘটেছে কিনা, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সব সময় এক হয় না।’

অভ্রজিৎ চক্রবর্তী ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিক চলবে কিনা, তা সম্পূর্ণভাবে দর্শকদের ওপর নির্ভর করে।
দর্শক যতদিন চাইবেন, এটি চলবে। না চাইলে বন্ধ হয়ে যাবে।’

এর আগেও জিতু ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে পেশাগত সমস্যার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকি তারা নিজেদের অনুভূতি সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছিলেন। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে দর্শক ও টলিউড সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, যদি দ্রুত এই সমস্যা না মেটে, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি অচিরেই বন্ধ হয়ে যেতে পারে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর