১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

মুশফিকের পেশাদারিতে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

মুশফিকের পেশাদারিতে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইতিহাস গড়ার পথে মুশফিকুর রহিম। আগামী পরশু মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন তিনি। দীর্ঘ ২০ বছরের অধ্যাবসায়ের ফল। 

দীর্ঘ এই যাত্রায় মুশফিকের কঠোর পরিশ্রমের সঙ্গে ছিল তার নিয়মানুবর্তিতা।
অন্য সব কিছুতে উত্থান-পতনের মধ্যে গেলেও এই জায়গায় বিচ্যুতি ঘটতে দেননি। সেই শুরু থেকে এখনো খুব ভোরে ওঠে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তার এই গুণে মোহবিষ্ট আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালান। পর্দার আড়ালের পেছনের পরিশ্রমই তার পথকে আলোকিত করেছে বলে মনে করেন আয়ারল্যান্ডের কোচ।
মুশফিকের কাছ থেকে কোন জিনিসটি তার শিষ্যদের নিতে বলবেন এমন প্রশ্ন করা হলে মালান জানান, উইকেটরক্ষক-ব্যাটারের পেশাদারত্ব। মিরপুরে সংবাদ সম্মেলনে মালান বলেছেন, ‘আমি বলব পেশাদারত্ব। ভোরে ওঠা মানুষদের একজন আমি। প্রতিদিন সকাল পৌনে ছয়টায় হোটেলে নাশতা করতে দেখি মুশফিককে।

সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে এসে ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো হয়তো বাকিরা এসেই পৌঁছায়নি। পর্দার আড়ালে যখন আপনি এত কিছু করবেন, আপনার দিকে তখন আলো আসবেই।’

শততম টেস্টের জন্য মুশফিককে অভিনন্দন জানিয়ে মালান বলেছেন, ‘দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা দারুণ এক অর্জন। দল হিসেবে আমরা মাত্র ১০ টেস্ট (মিরপুরসহ ১২টি) খেলেছি।
এ থেকেই আপনি বুঝতে পারবেন, কতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সে। টেস্ট ক্রিকেটের জন্য অনেক পরিশ্রম করেছে। আশা করি আগামী ৫ দিন তার খুব একটা ভালো যাবে না (হাসি)। তবে তাকে অভিনন্দন।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর