২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ স্থগিত করল ইরান

ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশ স্থগিত করল ইরান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইরানে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয় নাগরিকদের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে দেশটি ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। সোমবার তেহরানের ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। ২২ নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে।

দূতাবাসের জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে ভিসামুক্ত সুবিধার সুযোগ দেখিয়ে ইরানে যেতে প্রলুব্ধ করা হচ্ছিল।
সেখানে পৌঁছানোর পর অনেককেই অপরাধী চক্র চাকরির এজেন্ট বা ভ্রমণ এজেন্ট সেজে অপহরণ করছিল।

সেখানে আরো বলা হয়, ভিসামুক্ত সুবিধার অপব্যবহার ঠেকাতে ইরান এই সুবিধাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয়দের ইরানে প্রবেশ বা দেশটি হয়ে ট্রানজিট করতে হলে ভিসা নিতে হবে।

তেহরানস্থ ভারতীয় দূতাবাস ভারতীয়দেরকে সতর্ক করে বলেছে, ভিসামুক্ত ভ্রমণ বা ইরান হয়ে তৃতীয় দেশে যাওয়ার প্রলোভন দেখানো কোনো এজেন্টের কাছ থেকে দূরে থাকতে।
চলতি বছরের মে মাসে দূতাবাস জানায়, সে মাসেই ইরান ভ্রমণে যাওয়া তিন ভারতীয় নিখোঁজ হয়েছেন। হুশানপ্রীত সিং, জাসপাল সিং এবং অমৃতপাল সিং; এই তিনজনই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা। ১ মে তেহরানে পৌঁছানোর পরপরই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তারা দুবাই ও ইরান হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
হোশিয়ারপুরের এক এজেন্ট এই ভ্রমণ পরিকল্পনায় যুক্ত ছিলেন, তিনিও নিখোঁজ।

পরিবারের সদস্যরা জানান, ওই তিনজনকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল।

জুনের শুরুর দিকে আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম সংবাদ সংস্থা জানায়, তেহরানের দক্ষিণে ভারামিন এলাকায় পুলিশি অভিযানে ওই তিন ভারতীয়কে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

পরে ভারতীয় দূতাবাস জানায়, তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা এখন দূতাবাসের তত্ত্বাবধানে আছেন। তাদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর