১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান পঞ্চম

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বৃহস্পতিবার সকালে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এ সময় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উজবেকিস্তানের শহর তাসখন্ত। শহরটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৩ গুণেরও বেশি রয়েছে। 

আজ ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল— মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), বেচারাম দেউড়ি (২১০) ও কল্যাণপুর (২০২) এলাকা।
তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (১৯৮), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর