১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

/

‘ইনোভেশন স্পার্ক ১.০’-এর জমকালো উদ্বোধন

‘ইনোভেশন স্পার্ক ১.০’-এর জমকালো উদ্বোধন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বাংলাদেশ ইয়াং সাইন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস্ সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ইনোভেশন স্পার্ক ১.০’ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আন্তর্জাতিক বিজ্ঞান ও ম্যাথ অলিম্পিয়াড, বিজ্ঞান কর্মশালা, বুট ক্যাম্পসহ নানা ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে ‘ইনোভেশন স্পার্ক ১.০’।

রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইয়ুথ ইনভেনশন ইনোভেশন ২০২৬-এর আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
বাইসিসের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগীরা ২০২৬ সালের ২৮ জানুয়ারি থাইল্যান্ডে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন। এ ছাড়াও আগামী ২০ ডিসেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড (ইমগো) ২০২৫-এর ন্যাশনাল রাউন্ডের উদ্বোধন ঘোষণা হয় এ অনুষ্ঠানে। এ সময় ইমগো’র আন্তর্জাতিক আয়োজক প্রতিষ্ঠান ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরের প্রতিনিধিদের সঙ্গে বাইসিসের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিলিশ ইন্টারন্যাশনাল, সিঙ্গাপুরের পরিচালক সোলাইমার্ন লেখেম ও  কো-অর্ডিনেটর থিওয়ারা চিতজুই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ কাউসার উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাপনের সিইও ডা. রিফাত মাহবুব  ও নাবাটেক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা নাদিমুল হক জুলাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইসিসের প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন।
মালেশিয়ান ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো) ও সাউথইস্ট ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের মিডিয়া সহযোগী হিসেবে ছিল কালের কণ্ঠ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর