অ্যালেক্স ক্যারি এখন ইতিহাস গড়ার খুব কাছাকাছি। ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় চতুর্থ অ্যাশেজ টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়ার কোনো উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ টেস্ট রান করার ক্ষেত্রে অ্যাডাম গিলক্রিস্টের দীর্ঘদিনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
চলতি বছরে দীর্ঘ ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন ক্যারি। ১৫ ইনিংসে তিনি ৭৪৩ রান করেছেন, গড় ৫৩.০৭।
এই সময়ে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি।
চলমান অ্যাশেজ সিরিজেও দারুণ ছন্দে রয়েছেন ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক। চার ইনিংসে ২৬৭ রান নিয়ে তিনি বর্তমানে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৬.৭৫, যেখানে রয়েছে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।
অ্যাডিলেড টেস্টে করা সেই সেঞ্চুরির সুবাদেই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।
এখন আসন্ন মেলবোর্ন টেস্টে ক্যারির প্রয়োজন ১২৮ রান। এই রান করতে পারলেই তিনি ২০০১ সালে গিলক্রিস্টের করা রেকর্ড ভেঙে দেবেন। উল্লেখ্য, গিলক্রিস্ট ২০০১ সালে ১৯ ইনিংসে ৮৭০ রান করেছিলেন, গড় ছিল ৫১.১৭।
ওই বছরে তার তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি ছিল, সর্বোচ্চ স্কোর ১৫২।
ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও ক্যারির অসাধারণ ভূমিকা অস্ট্রেলিয়াকে সিরিজে বড় সুবিধা এনে দিয়েছে। তার অবদানে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ৩-০ ব্যবধানে লিড নিয়েছে।
এখন চতুর্থ ম্যাচের জন্য দলে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। চোটের কারণে নাথান লায়নের জায়গায় দলে এসেছেন অফ-স্পিনার টড মারফি।
আর ‘ম্যানেজমেন্ট পরিকল্পনার অংশ হিসেবে’ বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক প্যাট কামিন্সকে, তার জায়গায় দলে নেওয়া হয়েছে ঝাই রিচার্ডসনকে।







