১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কারাগার থেকেই বড়দিনে জ্যাকলিনকে দামী উপহার দিলেন সুকেশ!

কারাগার থেকেই বড়দিনে জ্যাকলিনকে দামী উপহার দিলেন সুকেশ!

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

কারাগার থেকেই বড়দিনে জ্যাকলিনকে দামী উপহার দিলেন সুকেশ!
বাড়িটির নাম রেখেছেন ‘লাভ নেস্ট’, যার অর্থ ‘প্রেমের বাসা’। 

সুকেশের দাবি অনুযায়ী, এই বাড়িটি যুক্তরাষ্ট্রের বেভার্লি হিলসে অবস্থিত।

জ্যাকলিনকে লেখা বড়দিনের শুভেচ্ছাবার্তায় সুকেশ লেখেন, “এই শুভ দিনে আমি তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। তোমার এবং আমাদের নতুন বাড়ি এবার বেভার্লি হিলসে।
হ্যাঁ বেবি, এটা সেই বাড়ি, যা আমি তোমার জন্য তৈরি করেছিলাম। তুমি ভেবেছিলে এই বাড়ি শেষ পর্যন্ত তৈরি হবে না। কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি—আমি তোমার জন্য এই বাড়ি বানিয়ে ফেলেছি এবং বড়দিনে তোমাকে উপহার দিচ্ছি।”

চিঠিতে তিনি আরও জানান, বাড়িটির অন্দরসজ্জা পূর্ব পরিকল্পনার থেকেও বড় আকারে করা হয়েছে।
বাড়ির চারপাশে রয়েছে গলফ খেলার সুব্যবস্থাও।

এখানেই শেষ নয়। সুকেশ আরও দাবি করেছেন, তিনি নাকি আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার কথাও ভাবছেন—এবং সেটিও জ্যাকলিনের জন্যই।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্তে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম উঠে আসে।

কারাগার থেকেই বড়দিনে জ্যাকলিনকে দামী উপহার দিলেন সুকেশ!
সংগৃহীত ছবি

আর্থিক প্রতারণার মামলায় বর্তমানে কারাবন্দি সুকেশ চন্দ্রশেখর। তবে জেলবন্দি অবস্থাতেও চর্চিত প্রেমিকা বলে দাবি করা জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি উপহার ও ভালোবাসার বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন তিনি। কখনও দামী উপহার, কখনও আবার হাতে লেখা চিঠিতে প্রেমের প্রকাশ—বারবার শিরোনামে উঠে এসেছেন সুকেশ।

এবার বড়দিন উপলক্ষে জ্যাকলিনকে একটি বাড়ি উপহার দেওয়ার দাবি করলেন তিনি।

বাড়িটির নাম রেখেছেন ‘লাভ নেস্ট’, যার অর্থ ‘প্রেমের বাসা’। 

সুকেশের দাবি অনুযায়ী, এই বাড়িটি যুক্তরাষ্ট্রের বেভার্লি হিলসে অবস্থিত।

জ্যাকলিনকে লেখা বড়দিনের শুভেচ্ছাবার্তায় সুকেশ লেখেন, “এই শুভ দিনে আমি তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। তোমার এবং আমাদের নতুন বাড়ি এবার বেভার্লি হিলসে।

হ্যাঁ বেবি, এটা সেই বাড়ি, যা আমি তোমার জন্য তৈরি করেছিলাম। তুমি ভেবেছিলে এই বাড়ি শেষ পর্যন্ত তৈরি হবে না। কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি—আমি তোমার জন্য এই বাড়ি বানিয়ে ফেলেছি এবং বড়দিনে তোমাকে উপহার দিচ্ছি।”

চিঠিতে তিনি আরও জানান, বাড়িটির অন্দরসজ্জা পূর্ব পরিকল্পনার থেকেও বড় আকারে করা হয়েছে।

lবাড়ির চারপাশে রয়েছে গলফ খেলার সুব্যবস্থাও।

এখানেই শেষ নয়। সুকেশ আরও দাবি করেছেন, তিনি নাকি আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কেনার কথাও ভাবছেন—এবং সেটিও জ্যাকলিনের জন্যই।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। তদন্তে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের নাম উঠে আসে।

সুকেশ তাঁকে নিজের প্রেমিকা বলে দাবি করলেও জ্যাকলিন একাধিকবার সেই দাবি অস্বীকার করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর