২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

আবারও বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। 

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম আজ সোমবার (২৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা 

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা 

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৭৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর