বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন ঠিকানায় পা রাখলেন ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিক। নিয়মিত খেলার সুযোগের খোঁজে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ১৯ বছর বয়সেই তিনি ধারে যোগ দিলেন ফরাসি জায়ান্ট লিওঁতে। ফ্রান্সের শীতকালীন ট্রান্সফার উইন্ডোর অন্যতম আলোচিত চুক্তি এটি।
লিওঁ ক্লাব এক বিশেষ ভিডিওর মাধ্যমে এনদ্রিকের আগমন নিশ্চিত করে।
ভিডিওতে দেখা যায়, তিনি মেডিক্যাল পরীক্ষা দিচ্ছেন, ক্লাবের অনুশীলন কেন্দ্রে ঘুরে দেখছেন এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এমনকি সমর্থকদের মন জেতাতে কয়েকটি ফরাসি শব্দ বলতেও দেখা যায় তাকে।
ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর ম্যাথু লুই-জাঁয়ের সঙ্গে প্রথম সাক্ষাতে নিজের অনুভূতি প্রকাশ করেন এনদ্রিক। তিনি বলেন, ‘আমি ট্রেনিং আর ম্যাচ খেলতে খুবই মুখিয়ে আছি।
এখানে এসে সত্যিই অনেক খুশি লাগছে।’ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই তরুণ ফরোয়ার্ড। নতুন শহর ও বাড়ি নিয়ে প্রশ্ন করা হলে হেসে উত্তর দেন, ‘আমার স্ত্রী খুশি, তাই আমিও খুশি।’
ভিডিওতে উঠে আসে এক হালকা মুহূর্তও।ফোনে পাওয়া বার্তার কথা জানিয়ে এনদ্রিক বলেন, এদুয়ার্দু কামাভিঙ্গা তাকে ফরাসি ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা মনে করিয়ে দিয়েছেন। কামাভিঙ্গার বার্তায় লেখা ছিল, ‘ভাই, মনে রেখো, তোমার দল লিওঁর চিরপ্রতিদ্বন্দ্বী সেই এটিনে। তাই কখনো সবুজ রঙের কিছু পরবে না।’
রিয়াল মাদ্রিদে এনদ্রিকের সময়টা খুব একটা সহজ ছিল না। কোচ কার্লো আনচেলত্তি এবং পরে জাবি আলোনসোর অধীনে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
দীর্ঘ অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, জুন পর্যন্ত লোনে লিওঁতে যোগ দেবেন তিনি।
কারণ স্পষ্ট, যেটা রিয়াল মাদ্রিদ দিতে পারেনি, সেটাই লিওঁ দিয়েছে, নিয়মিত শুরুর একাদশে খেলার প্রতিশ্রুতি।







