১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

আলোনসো বরখাস্ত, রিয়ালের কোচ আরবেলোয়া

আলোনসো বরখাস্ত, রিয়ালের কোচ আরবেলোয়া

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আলভারো আরবেলোয়া এবং জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদে সাত মাসের বেশি স্থায়ী হলো না জাবি আলোনসোর চাকরি। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হার কারণে সমঝোতার মাধ্যমে আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

২০২৫ সালের ১ জুন আনুষ্ঠানিকভাবে রিয়ালের মাদ্রিদের দায়িত্ব নেন আলোনসো। এর আগে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে তিনি কাটিয়েছেন দারুণ এক সময়। ২০২৩–২৪ মৌসুমে লিগ ও কাপ জিতে ঘরোয়া ডাবল পূর্ণ করার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালেও দলকে তুলে এনেছিলেন তিনি। রিয়ালের কোচ হিসেবে শুরুটাও ছিল আশাব্যঞ্জক। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় লস ব্লাঙ্কোসরা।

গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে পরাজয়ের পর থেকেই আলোনসোর দলের পারফরম্যান্সে ভাটা পড়ে। পরবর্তী ৮ ম্যাচে মাত্র দুটিতে জয় পায় রিয়াল। যদিও পরে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আলোনসো দল, কিন্তু তা ক্লাব কর্তৃপক্ষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। শেষ পর্যন্ত গতরাতের এল ক্লাসিকোয় পরাজয়টাই আলোনসো অধ্যায়ের ইতি টানে।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে ক্লাবে আলোনসোর দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি চিরকালই পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।

আলোনসোর বিদায়ের পর নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে রিয়ালের একাডেমিতে কোচিং করাচ্ছিলেন সাবেক এই ডিফেন্ডার। ৪২ বছর বয়সি এই কোচ স্পেনের ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। খেলোয়াড় হিসেবে ক্লাব ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলেন আরবেলোয়া। মাঝে ২০০৭-০৮ মৌসুমে লিভারপুল ঘুরে ফের ২০০৯ সালে রিয়ালে যোগ দেন। মাদ্রিদের ক্লাবটিতে ছিলেন ২০১৬ সাল পর্যন্ত। রিয়ালের হয়ে খেলেছেন ওই সময়ে ১৫৩ ম্যাচ। ম্যানেজার হিসেবে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ইয়ুথ টিমের দায়িত্ব নেন আরবেলোয়া। 

এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর