১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে থাইল্যান্ডে নিহত ২২

চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে থাইল্যান্ডে নিহত ২২

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

১৪ জানুয়ারি থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে একটি নির্মাণ ক্রেন ভেঙে পড়ার পরে বিধ্বস্ত একটি ট্রেনের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের একটি বগির ওপরে একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম।

স্থানীয় সময় আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান চলতে থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা এখনও বিধ্বস্ত ট্রেনের বগি থেকে মরদেহ ও আহতদের বের করার কাজ চালিয়ে যাচ্ছেন।

ট্রেন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর