১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তাঁর কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান ফারিয়া।

সেখানে তিনি লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর নিজেকে জোর করে কথা বলানোর চেষ্টা করায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।

’ এই কারণে তাঁকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে ফোনে কথা বলার অবস্থায় নেই শবনম ফারিয়া। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার অনেক ফোনকল আসছে, কিন্তু এখনই সেগুলো রিসিভ করতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর