১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধ, স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহতের অভিযোগ

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধ, স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহতের অভিযোগ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা জানান, প্রায় ১২ বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কিনেছিলেন কৃষক সমীর পোদ্দার ও কিশোর পোদ্দার। পরবর্তী সময় ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন সমীর পোদ্দার।

দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে প্রতিবেশী কিশোর পোদ্দার জমিটি দখল করার চেষ্টা শুরু করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা পোদ্দার তাদের বাধা দেন। এরপর সমীর পোদ্দার এসে বাধা দিলে কিশোর পোদ্দার ও তার সহযোগী বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করেন।

একপর্যায়ে সমীরকে রামদা দিয়ে আঘাত করা হলে, তার স্ত্রী লিপিকা ঠেকাতে গিয়ে রামদার কোপে মারাত্মকভাবে আহত হন। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আফজাল মোল্লা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর