২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবহিত করেছেন

সে অনুযায়ী বেলস পার্কের জনসভাকে বড় সমাবেশে রূপ দিতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। বরিশাল ক্লাবে বেলা ৩টার দিকে সেই সভায় বিভাগের ধানের শীষের প্রার্থীরা ছাড়াও সংগঠনের নেতারা অংশ নিবেন।’

তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগ ঘিরে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।

দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে প্রস্তুতি শুরু করেছেন।

তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে বরিশালে এসেছিলেন তারেক রহমান। ওইদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বরিশাল স্টেডিয়ামে একটি কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। একই সফরে তিনি সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এছাড়াও বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর