২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নানের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের

জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নানের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস. এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারক রাজিক-আল জলিল ও আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চ এ রায় ঘোষণা করে। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ৪ জানুয়ারি বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিল করেন মানিকগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

এরপর নির্বাচন কমিশনে আপিল করলে গত ১২ জানুয়ারি কমিশনের শুনানিতেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন আব্দুল মান্নান।

এস. এম আব্দুল মান্নানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আহসান হাবিব এবং সাদিয়া আফরীন শাপলাসহ আরো চারজন।

প্রার্থিতা ফিরে পেয়ে আব্দুল মান্নান বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

সর্বোচ্চ আদালত আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আবারও সুযোগ পেলে মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।’

প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে একই আসন থেকে নির্বাচিত হন এস. এম আব্দুল মান্নান।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর