২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

কোহলি-রুশোর কীর্তিকে পেছনে ফেললেন ওয়ার্নার

কোহলি-রুশোর কীর্তিকে পেছনে ফেললেন ওয়ার্নার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

কীর্তিটা ব্রিসবেনেই গড়তে পারতেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ব্রিসবেন হিটের বিপক্ষে সেদিন কি যেন মনে হলে তার, প্রান্ত বদল করতে গিয়ে ৮২ রানে আউট হয়ে সেঞ্চুরিটাই ফেলে আসলেন।

যখন আউট হন ওয়ার্নার তখন ১৫.২ ওভার চলছিল। সেদিন আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও আজ ঠিকই তিন অংক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার।

সিডনি সিক্সার্সের বিপক্ষে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে কীর্তি গড়েছেন বাঁহাতি ওপেনার।

৪ ছক্কা ও ১১ চারের দুর্দান্ত ইনিংসটি ওয়ার্নারের দশম সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টির সেঞ্চুরির তালিকায় তাতে পেছনে পড়েছেন বিরাট কোহলি ও রাইলি রুশো। সমান ৯ সেঞ্চুরির মালিক কোহলি ও রুশোকে চারে ঠেলে দিয়ে তিনে জায়গা করে নিয়েছেন ৩৯ বছর বয়সী ব্যাটার।

ওয়ার্নারের সামনের দুজন হচ্ছেন—বাবর আজম ও ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটার বাবরের বিপরীতে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গেইল। 

কীর্তি গড়া ওয়ার্নার বিগ ব্যাশে দারুণ ছন্দেও আছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি।

তার ব্যাট এতটাই হাসছে যে, সর্বশেষ চার ম্যাচের প্রতিটিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরি। সর্বশেষ থেকে তার ইনিংগুলো হচ্ছে—১১০*, ৮২, ৬৭* ও ১৩০*।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর