২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান।

হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইঙ্গিত দেন যে, ইরানে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন তা আর কার্যকর করা হবে না।

এপির ওয়াশিংটন প্রতিনিধি সাগার মেঘানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারের প্রতি এই অস্বাভাবিক ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ!’

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প কয়েক দিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন যে ইরানে ব্যাপক বিক্ষোভের সময় যদি সরকার গণহত্যা বা গণফাঁসি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। তবে বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত।

ট্রাম্পের কাছে বিশেষভাবে জানতে চাওয়া হয়, আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি তাকে ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে প্রভাবিত করেছেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘কেউ আমাকে রাজি করায়নি। আমি নিজেই নিজেকে রাজি করিয়েছি।’

তিনি আরো বলেন, ‘গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি নির্ধারিত ছিল। তারা কাউকেই ফাঁসি দেয়নি।

ফাঁসিগুলো বাতিল করেছে। এটা বড় প্রভাব ফেলেছে।’

তবে ট্রাম্প স্পষ্ট করেননি, ইরানে কার সঙ্গে কথা বলে তিনি পরিকল্পিত ফাঁসির বিষয়টি নিশ্চিত হয়েছেন। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে কঠোর দমন-পীড়নের মাধ্যমে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়, যার ফলে সারা দেশে বিক্ষোভ কার্যত দমে গেছে — এমন অবস্থায়ও তিনি ইরান সম্পর্কে সদয় মন্তব্য করেছেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর