২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশন রোডশো অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশন রোডশো অনুষ্ঠিত

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় পরিসরের আন্তর্জাতিক শিক্ষা আয়োজন অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশন রোডশো-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। অস্ট্রেলিয়ার এআই-পাওয়ার্ড এডটেক প্রতিষ্ঠান স্টাডিনেট-এর উদ্যোগে আয়োজিত এই দুই দিনের রোডশোতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ করা গেছে। 

রোডশোর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত ১৪ জানুয়ারি ২০২৬ চট্টগ্রামের দি পেনিনসুলা হোটেলে এবং দ্বিতীয় পর্ব আজ ১৭ জানুয়ারি ঢাকার শেরাটন হোটেলে। 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই রোডশোতে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করেন এর মধ্যে ছিল গ্রুপ অব এইট (জিও৮)এর অন্তর্ভুক্ত উলংগং বিশ্ববিদ্যালয়, লা ট্রোব বিশ্ববিদ্যালয়, ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়, সিকিউ বিশ্ববিদ্যালয়, ফেডারেশন বিশ্ববিদ্যালয় ও টরেন্স বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোর্স ও কোন বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত সে বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা গ্রহণ করেন। ২০২৬ সালের শিক্ষাগত চাহিদা ও কর্মসংস্থানের প্রবণতা বিবেচনায় নিয়ে বিশেষভাবে আলোচিত হয় প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা, নার্সিং ও স্বাস্থ্যবিজ্ঞানের মতো উচ্চপ্রযুক্তি ও কর্মসংস্থানমুখী বিষয়সমূহ।

রোডশোর আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল বিনা মূল্যে প্রোফাইল অ্যাসেসমেন্ট ও এক্সপার্ট কাউন্সেলিং সেশন।

স্টাডিনেট-এর অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার আলোকে ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সর্বোচ্চ স্কলারশিপ, টিউশন ফি ডিসকাউন্ট, জিএসআর, আইইএলটিএস, ও এসএইচসি এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক পাথওয়ে সম্পর্কেও বিস্তারিত ধারণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে স্টাডিনেট-এর দুটি আধুনিক এআই প্ল্যাটফর্ম—Studynet.io এবং Studynet.ai শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহসৃষ্টি করে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোর্স নির্বাচন, বাজেট পরিকল্পনা, পার্সোনালাইজড কাউন্সেলিং এবং ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পথ সম্পর্কে তাৎক্ষণিক গাইডেন্স পাওয়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হন।

রোডশোতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হয়েছে এবং অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এখন তাদের জন্য অনেক সহজ হয়েছে।

আয়োজকরা জানান, গত বছরের আয়োজনের ধারাবাহিকতায় এবারের রোডশোতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা, গবেষণাভিত্তিক পাঠক্রম এবং পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ এই সমন্বয়ের কারণেই অস্ট্রেলিয়া দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনার জন্য শিক্ষার্থীদের একটি শীর্ষ গন্তব্যে পরিণত হয়েছে বর্তমানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যা নতুন শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও সহায়ক শিক্ষার্থী সমাজ গড়ে তুলেছে। 

যারা রোডশোতে সরাসরি অংশ নিতে পারেননি অথবা পরবর্তী সময়ে ব্যক্তিগত পরামর্শ নিতে আগ্রহী, তারা সপ্তাহে ছয় দিন শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টাডিনেটর বনানী, ধানমন্ডি, উত্তরা, সিলেট ও চট্টগ্রাম অফিসে সরাসরি গিয়ে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর