২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

তারেক রহমানের সাথে কবিদের সাক্ষাৎ

তারেক রহমানের সাথে কবিদের সাক্ষাৎ

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা পরিষদের একটি প্রতিনিধিদল। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে তারা সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। কবিরা একটি কবিতা একাডেমি নিয়ে কথা বলেন।

কবি লেখকদের মধ্যে ছিলেন- সভাপতি কবি মোহন রায়হান, কবি মতিন বৈরাগী, লেখক আবু সাইদ খান, কবি সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি নুরুন্নবী সোহেল, লেখক শিমুল পারভীন, শাহীন চৌধুরী, ইউসুফ রেজা, জামসেদ ওয়াজেদ প্রমুখ।

এ সময় তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। কবি সাহিত্যিকরা সমাজের সচেতন অংশ তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ বিনির্মানে কবিরা কাজ করবে। গণতন্ত্র উন্নয়নের পথে কবিরাই স্বপ্নদ্রষ্টার ভূমিকা রাখে। 

কবি মোহন রায়হান বলেন, কবিতা জীবনের জন্য। জাতীয় কবিতা পরিষদের জন্ম স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের সাথে থাকবো।  

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর