মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়ে তথাকথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য জর্দানের রাজা আবদুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।
এই বোর্ডের দায়িত্ব হবে গাজার অস্থায়ী শাসনব্যবস্থা তদারকি করা। অঞ্চলটি অক্টোবর থেকে একটি নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে।
এর আগে গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে শুক্রবার জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এই বোর্ডে ‘প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য’ হিসেবে থাকবেন। বোর্ডটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।







