২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

৫০তম বিসিএস নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন

৫০তম বিসিএস নিয়ে সরকারের নতুন প্রজ্ঞাপন

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ফাইল ছবি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ভিতরের ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯২টি পরীক্ষার হলের প্রতিটির জন্য ১ জন করে ৯২ জন এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ১০ জনসহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন মোতাবেক পরীক্ষাকেন্দ্রে বা অধিক্ষেত্রে এবং সময়কালে ক্ষমতা অর্পণ করে নিয়োগ করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ করা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য এবং পরীক্ষার দিন ভোর ৪টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ঢাকার ৯২টি পরীক্ষার হলে একযোগে অনুষ্ঠিত হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর