২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

এলপিজি নিয়ে সুখবর দিলো সরকার

এলপিজি নিয়ে সুখবর দিলো সরকার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ছবি: সংগৃহীত

দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিলো। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রোববার রাতে জানান, এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। বিপিসিকে ইতিমধ্যেই মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রক্রিয়া শুরু করার জন্য এবং আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হচ্ছে।

এর আগে ১০ জানুয়ারি বিপিসি সচিবকে একটি চিঠি দিয়ে জানায়, দেশে এলপিজি বাজার সম্পূর্ণ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সংকটকালীন সময়ে সরকারিভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহের ঘাটতি বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে সরকারের হাতে প্রতিরোধের কার্যকর হাতিয়ার থাকে না।

এই আবেদনের ভিত্তিতে সরকার বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিয়ে বাজারে সরবরাহ বৃদ্ধি ও ভারসাম্য রক্ষার উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, এ পদক্ষেপে এলপিজির সংকট লাঘব হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর