অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
সোমবার (১৯ জানুয়ারি) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
বিএমডিসির নোটিশে বলা হয়, ডা. খালিদুজ্জামান তার প্রচার পত্রে ‘ক্লিনিকাল এমব্রিওলজি ও প্রি-ইমপ্লান্টেশন জেনেটিক্স (ভারত)’ ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এই ডিগ্রী বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়।
এরূপ ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরো বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’-এর ধারা ১৩ অনুযায়ী, দেশে বা বিদেশে প্রদত্ত কোনো মেডিকেল স্নাতকোত্তর ডিগ্রী ব্যবহার করার জন্য কাউন্সিলের স্বীকৃতি থাকতে হবে। ধারা ২৯ অনুসারে, স্বীকৃত যোগ্যতা ছাড়া কোনো পদবী, নাম বা বিবরণ ব্যবহার করা নিষিদ্ধ এবং দণ্ডনীয়।
বিএমডিসি জানিয়েছে, অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণা এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
আইনের লঙ্ঘনকারী ব্যক্তি ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রতিবার ৫০ হাজার টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
ডা. খালিদুজ্জামানকে তার অনুমোদনহীন ডিগ্রীর বিষয়ে ব্যাখ্যা দিয়ে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কাউন্সিলকে অবহিত করতে বলা হয়েছে।
এদিকে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য আদনান কাফি জানান, ডা. খালিদুজ্জামান আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শোকজ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।







