২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

ম্যাক্রোঁর ব্যক্তিগত বার্তা ফাঁস করলেন ট্রাম্প

ম্যাক্রোঁর ব্যক্তিগত বার্তা ফাঁস করলেন ট্রাম্প

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যকার কূটনৈতিক টানাপড়েন এখন চরমে। এই সংকটের মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের শেয়ার করা ওই বার্তায় দেখা যায়, ম্যাক্রোঁ ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে সিরিয়া ও ইরান ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে একইসঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পদক্ষেপে বিস্ময় প্রকাশ করে মাখোঁ লিখেছেন, ‘আমি বুঝতে পারছি না, আপনি গ্রিনল্যান্ডে কী করছেন। চলুন বড় কিছু করার চেষ্টা করি।’ বার্তায় ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে প্যারিসে একটি বিশেষ বৈঠকের প্রস্তাবও দেন ফরাসি প্রেসিডেন্ট।

গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইউরোপীয় নেতাদের মধ্যে মাখোঁই সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ডেনমার্কের সমর্থনে তিনি গ্রিনল্যান্ডে ফরাসি সেনা পাঠাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইইউ-এর বাণিজ্যিক হাতিয়ার ব্যবহারের চাপ দিচ্ছেন।

গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ নিয়ে ফ্রান্সের আপত্তির মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তাঁকে (ম্যাক্রোঁ) কেউ চায় না, কারণ খুব শিগগিরই তাঁকে পদ ছাড়তে হবে।” প্রতিশোধ হিসেবে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।

সিএনএন নিশ্চিত করেছে যে, স্ক্রিনশটটি প্রকৃতপক্ষেই ম্যাক্রোঁর পাঠানো বার্তার। তবে দুই দেশের রাষ্ট্রপ্রধানের এমন বৈরী অবস্থান আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর