২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

নির্বাচনে ঝিনাইদহ-মাগুরায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে

নির্বাচনে ঝিনাইদহ-মাগুরায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এ কথা জানান।

নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র, মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান অধিনায়ক মো. রফিকুল আলম। এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশ ইন রোধসহ নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথা জানান তিনি।

বিজিবি জানায়, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জানুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে। ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায় মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এ ছাড়া দুটি জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি জায়গায় অস্থায়ী চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান, পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি করবে বিজিবি।

এসময় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সরকারি পরিচালক মুন্সি এমদাদুর রহমানসহ বিজিবি পর্যায়ের কর্মকর্তারা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর