রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তারেক রহমানের কর্মসূচি
• সন্ধ্যা ৬টা : ঢাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষানটেক বিআরবি ময়দানে সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।মির্জা আব্বাসের কর্মসূচি
• বিকাল ৪টা : আরামবাগ বালুমাঠে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এরপর সাড়ে ৪টায় অগ্রণী ক্লাব আইডিয়াল জোনে গণসংযোগ ও মিছিলে অংশ নেবেন তিনি।
আরিফুল ইসলামের কর্মসূচি
• সকাল ১০টা : ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম (শাপলা কলি) মিছিল বের করবেন। আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমা আদায় করবেন।৭ নম্বর সেক্টর মসজিদে আসর নামাজ পড়ে মিছিল ও গণসংযোগ করবেন।







