২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ নম্বর আসামি মো. বাচ্চু ওরফে কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান পরিচালনা করে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়ছে।

সলিমপুরের ঘটনায় দায়ের হওয়া মামলার ১৯ নম্বর আসামি বাচ্চু। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য মোতালেব হোসেন নিহন হন।

এ সময় আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন আছেন আরো তিন র‌্যাব সদস্য। এই ঘটনায় বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর