২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

/

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় শুক্রবার রাতে কুরেশি মোরের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ১০ জন আহত হন।

ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদার জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে।

হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে ঘরের ছাদ উড়ে যায়। ফলে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ডিপিও ডনকে বলেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে বলেছেন, পাঁচটি মৃতদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।’ তিনি আরো বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন।’

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। এক বিবৃতি অনুসারে, তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন।

তিনি বলেন, ‘দায়ীদের বিচারের আওতায় আনা হবে। প্রাদেশিক সরকার শহীদদের পরিবারের প্রদি শোক জানাচ্ছে।

সম্ভাব্য সব সহায়তা প্রদান করা হবে।’ এদিকে, খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি তার কার্যালয় থেকে এক বিবৃতিতে ঘটনার প্রতিবেদন চেয়েছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ‘ডেরা বিস্ফোরণে আহতদের সকল সম্ভাব্য চিকিৎসা সহায়তা প্রদান করা উচিত।’

এই মাসের শুরুতেও সশস্ত্র হামলাকারীরা কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির চার সদস্যকে হত্যা করেছিল। ২০২৫ সালের নভেম্বরে কেপির বান্নু জেলায় একটি শান্তি কমিটির অফিসে হামলায় সাতজন নিহত হয়েছিল।

সূত্র : ডন। 

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর